আজ জিতলেই সিরিজ নিশ্চিত টাইগারদের

খেলাধুলা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ১১টায়।

সিরিজের প্রথম ম্যাচে অনেকটা হেসে খেলেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে সাকিব-হাসান মাহমুদদের বোলিং তোপে ১২২ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। জবাব দিতে নেমে ৬ উইকেট আর ১৬ ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নেয় টাইগাররা।

সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে উইন্ডিজদের।

আগামী ২৫ জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে আগামী ৩-৭ ফেব্রুয়ারি  অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ১১ ফেব্রুয়ারি দুই দলের মধ্যকার শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে হোম অব ক্রিকেটে।