পূর্ব চীনের শানডং প্রদেশের ইয়ানতাইয়ের নিকটে হুশান খনিতে আটকে পড়া খনি শ্রমিকদের আরো অন্তত দুই সপ্তাহ আটকে থাকতে হবে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
চীনা উদ্ধারকারী দলগুলো বলছে, কয়েকশ’ মিটার মাটির নিচে আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধারে আরো দুই সপ্তাহের বেশি সময় লাগতে পারে। কারণ, খনন কাজে খুব বেশি বেগ পেতে হচ্ছে।
এর আগে, আটকে পড়া শ্রমিকদের একজন কোমায় মারা যাওয়ায় বাকি ১১ জনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় উদ্ধারকারী দল।
উদ্ধারকর্মীরা ছোট ছোট কিছু গর্ত তৈরি করে তাদের কাছে খাবার ও ওষুধ সরবরাহ করছে। তবে এই ১১ জন শ্রমিকের ভাগ্য এখনো স্পষ্ট নয়। পরিকল্পনা অনুযায়ী উদ্ধার কাজ এগিয়ে নিতে পারলে খনি শ্রমিকদের প্রায় চার সপ্তাহ ধরে আটকে থাকতে হবে।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি চীনের সোনার খনিতে ২২ জন শ্রমিক আটকে পড়ে। এতে ১২ জনের সঙ্গে যোগাযোগ করা গেলেও নিখোঁজ আরো ১০ জন খনি শ্রমিকের ভাগ্যে কী ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।