প্রধানমন্ত্রীকে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে জনগণ আগ্রহী হবে বলে মন্তব্য করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এমনকি বিশ্বের অন্যান্য দেশের মতো প্রধানমন্ত্রীর টিকা গ্রহণের ভিডিও সরাসরি সম্প্রচার করার প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। প্রধানমন্ত্রীসহ দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের তিন নেত্রীকে একসঙ্গে টিকা নেয়ারও আহ্বান জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমণ্ডি গণস্বাস্থ্য কেন্দ্রে ‘করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শিরোনামে এক আলোচনায় এ আহ্বান জানান তিনি।
ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বাংলাদেশ বেশি দামে কিনেছে বলে অভিযোগ করেন জাফরুল্লাহ। তিনি বলেন, ‘অতিরিক্ত লাভ করতে গিয়ে সিরাম ইনস্টিটিউট আগুন লাগিয়েছে।’
যারা ফ্রন্টলাইনে কাজ করছেন তারা ভ্যাকসিন পাবেন না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বেসরকারিখাতে ভ্যাকসিন আমদানি হলে সরকারি ভ্যাকসিন চুরি হবে জানিয়ে ডা. জাফরউল্লাহ বলেন, ‘যত দিন সরকারি ভ্যাকসিন দেয়া না হবে তত দিন বেসরকারিভাবে ভ্যাকসিন আমদানি করা উচিত নয়।’