পাবনা সরকারি হাসপাতাল মাদকসেবীদের আখড়া, ব্যাহত চিকিৎসা সেবা

স্বাস্থ্য

কর্তৃপক্ষের উদাসীনতায় পাবনা জেনারেল হাসপাতাল মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। হাসপাতাল এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে অসাধু দালাল চক্র।

হাসপাতালের মূল ভবনে নিয়মিত চলে মাদকের আড্ডা। দিন-রাতের বেশিরভাগ সময় ভবনটির তৃতীয় তলায় অপারেশন থিয়েটারের পাশে প্রকাশ্যেই চলে মাদকসেবন। অন্যান্য ভবনের সিঁড়িগুলোতেও দেখা মেলে একই চিত্র। এমনকি নেশার টাকা যোগাড় করতে রোগীদের সঙ্গে প্রতারণা ছাড়াও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে প্রায়ই।

হাসপাতাআলে চিকিৎসা নিতে এসে বিড়ম্বনার শিকার হওয়া রোগী ও স্বজনরা জানান, শুধু মাদকসেবন না, যারা রোগীর সাথে আসে তাদের থেকে জোর পূর্বক টাকা নেওয়া হয় এবং বিভিন্ন সময় রোগীর বিভিন্ন কাজেও নিজেদের সম্পৃক্ত করে। 

শুধু মাদকসেবীদের দৌরাত্ম্যই নয়, হাসপাতালটিতে চিকিৎসায় অবহেলার নানা অভিযোগও রয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় রোগীদের কাছ থেকে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। অনিয়ম ও অব্যবস্থাপনায় ব্যাহত হচ্ছে পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম।

চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনেরা বলছেন, ‘সবকিছু অগোছালো এবং নোংরা হয়ে থাকে। প্রয়োজনে নার্সদের ডাকা হলে তারা নিজেরা না এসে অদক্ষ কাউকে পাঠায়।’

অব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করলেও মাদকসেবীদের উপস্থিতির কথা স্বীকার করে হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ আইয়ুব হোসেন বলেন, ‘সবকিছুই আমার নজরে আসছে, আমি পুলিশের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন এখন আর এসব নেই।’

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার বলেছেন, ‘হাসপাতালে মাদকসেবীদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। গোয়েন্দা নজরদারীও বাড়ানো হয়েছে। আমরা এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিব।’