পিপলস লিজিংয়ের ২৮০ জনকে একইদিনে হাইকোর্টে তলব

আইন ও কানুন

নন আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিংয়ের ২৮০ জনকে একই দিনে তলব করেছেন হাইকোর্ট।

আগামি ২৩ ফেব্রুয়ারি (শনিবার) তাদেরকে স্বশরীরে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পিপলস লিজিংয়ের পক্ষে এক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় উচ্চ আদালত।

এর আগে অবসায়ন প্রক্রিয়ার মধ্যে থাকা পিএলএফএস লিমিটেডের সাময়িক অবসায়ক (প্রবেশনাল লিক্যুডেটর) মো. আসাদুজ্জামান খানের করা এক আবেদনে আদালত পিপলস লিজিং এর পক্ষ থেকে ঋণগ্রহীতাদের নাম ও তাদের নেওয়া ঋণের পরিমান জানতে চান। এ আদেশে পিপলস লিজিং-এর প্রায় ৫শ জনের বেশি ঋণগ্রহীতার একটি তালিকা দাখিল করা হয়। এই তালিকা দাখিলের পর ৫ লাখ টাকা এবং তার ওপরে নেওয়া ঋণগ্রহীতাদের মধ্যে যারা খেলাপী হয়েছে এমন ২৮০ জনকে শোকজ করেন ও তাদের হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।

হাইকোর্টের আরেকটি বেঞ্চ শুনানিতে বলেন, এতো টাকা কিভাবে পাচার হলো, তার দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না।

২০১৫ সাল থেকে পিপলস লিজিংয়ের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যায়। ১৯৯৭ সালের আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পিপলস লিজিং অনুমোদন পাওয়ার পর ২০০৫ সালে পুঁজি বাজারে তালিকাভুক্ত হয়।