বাগদাদে জোড়া আত্মঘাতী হামলায় আইএস’র দায় স্বীকার

আন্তর্জাতিক

ইরাকের রাজধানী বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

শুক্রবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি এ হামলার দায় স্বীকার করে।

বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩২ জনে। আহত হয়েছে আরও শতাধিক। বৃহস্পতিবার ( ২১ জানুয়ারি) বাগদাদের তায়ারান স্কয়ারের একটি কাপড়ের মার্কেটে আত্মঘাতী এ হামলা চালায় আইএস সদস্যরা।

ইরাকের সেনাবাহিনীর মুখপাত্র জানায়, বোমা বহনকারী আত্মঘাতী দুই হামলাকারী নিজেদের উড়িয়ে দেয়। গত তিন বছরের মধ্যে বাগদাদে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। হামলার পর ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।