বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহত ওই রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী।
আজ শুক্রবার (২২শে জানুয়ারি) ভোরে বাইশফাঁড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে বিপুল ইয়াবা আসার খবরে সেখানে অবস্থান নেন বিজিবির সদস্যরা। ভোর চারটার দিকে আট থেকে দশজনের একটি দলকে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি।
এ সময় বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়লে দুইপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে ঘটনাস্থল থেকে রোহিঙ্গা আবদুর রহিমের মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় জব্দ করা হয় ৫০ হাজার ইয়াবা, একটি বন্দুক ও ৪ রাউন্ড গুলি। এ ঘটনায় আহত দুই বিজিবি সদস্যকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।