সরিষার ভাল ফলনে খুশি চাষিরা

সকল জেলা

অনুকূল আবাহাওয়া থাকায় এবার সরিষার ভাল ফলনে খুশি নড়াইল ও মাদারীপুরের চাষীরা। পাশাপাশি মধু আহরণে তৈরি হয়েছে বাড়তি আয়ের উৎস। এবার সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা কৃষি বিভাগের।

সরিষার মৌসুম। নড়াইলে মাঠের পর মাঠ ছেয়ে গেছে চোখ জুড়ানো সরিষা ফুলে। আবহাওয়া অনুকূলে থাকায় জেলার লোহাগড়া, কালিয়া ও সদর উপজেলাতে এবার সরিষার ফলন ভালো হয়েছে। তাই ভালো লাভের আশা করছেন কৃষকরা। এছাড়া, সরিষা ক্ষেতে মধু চাষ করেও বাড়তি আয় হচ্ছে কৃষকদের।

এদিকে, মাদারীপুরেও এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। গত বছর তিন দফা বন্যায় ফসলের ক্ষতি পুষিয়ে নিতে এবার বেশি বেশি সরিষা আবাদ করেছেন কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগ না হলে সরিষা থেকে ভালো লাভের প্রত্যাশা করছেন তারা।

কৃষি বিভাগ বলছে, সরিষা চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) এস.এম. সালাহউদ্দিন বলেন, সরিষা উৎপাদনে অত্যন্ত ফেবারেবল পর্যায়ে রয়েছে। আশা করি এরকম আবহাওয়া বিরাজমান থাকলে আমরা সরিষার উৎপাদনে কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারবো।’

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রশিক্ষণ অফিসার অনুজ কুমার রায় জানান, ‘মৌ-বক্স স্থাপনের ফলে মৌমাছি মধু আহরণ করে। সেই সঙ্গে পরাগায়ন হওয়ার ফলে এর উৎপাদনটা বেশি হয়। তবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে বলে আমরা আশা করছি।’