১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

বাংলাদেশ

ঘন কুয়াশায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল।

শুক্রবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিলো।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। পরে রাত আড়াইটার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে ৬টি ফেরি মাঝ নদীতে নোঙর করে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এদিকে দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ফেরি ঘাতে প্রায় ৭ শতাধিক যানবাহন আটকে রয়েছে। প্রচন্ড শীতে ঘাটে এসে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীসহ যানবাহন সংশ্লিষ্টদের।