ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক টুইট বার্তায় জেনারেল কাসেম সোলাইমানি হত্যায় প্রতিশোধের ইঙ্গিত দিয়েছেন। এতে তিনি বলেছেন প্রতিশোধ অনিবার্য।
শুক্রবার (২২ জানুয়ারি) টুইটার অ্যাকাউন্টে ট্রাম্পের মতো একজন গলফ খেলছেন এমন একটি ছবি পোস্ট করেন তিনি। আর তার ওপর পড়েছে যুদ্ধবিমানের ছায়া। টুইট বার্তায় তিনি বলেন, সোলেইমানিকে হত্যাকারী ও নির্দেশ দাতাদের চরম মূল্য দিতে হবে।
বুধবার (২০ জানুয়ারি) জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ না নিয়েই ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগ করে ফ্লোরিডায় মার-এ-লাগো গলফ ক্লাবে চলে যান।

এর আগে চলতি মাসের শুরুর দিকে সোলেইমানি হত্যার প্রথম মৃত্যুবার্ষিকীতে ইরানের প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি সতর্ক করে দিয়ে বলেন, ট্রাম্প বিচারের উর্ধ্বে নয়, তার হত্যাকারীরা কোথাও নিরাপদে থাকবে না।
উল্লেখ্য, গত বছরের ৩ জানুয়ারি কাসেম সোলেইমানি তার লোকজন নিয়ে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার পরপরই মার্কিন ড্রোন হামলায় নিহত হন। তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছিলেন। হামলার সময় সোলেইমানির সঙ্গে নিহত হন ইরাকি কমান্ডার আবু আল-মাহদিসহ আরও কয়েকজন।