ট্রাম্পের অভিশংসন শুনানি শুরু হতে যাচ্ছে আগামী মাসে

আন্তর্জাতিক

ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানি আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে।

সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা একমত হয়ে এই সিদ্ধান্তে এসেছে।

শুক্রবার সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার জানান, ট্রাম্পকে অভিশংসিত করার প্রস্তাব সোমবার সিনেটে জমা দেবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্যরা। এতে ৮ই ফেব্রুয়ারির আগে ট্রাম্পের অভিশংসন নিয়ে বিতর্ক শুরু হবে না। আর ট্রাম্পের আইনজীবী এই আইনি লড়াইয়ের প্রস্তুতি নেয়ার জন্য কমপক্ষে দুই সপ্তাহ সময় পাবেন। 

এর আগে গত সপ্তাহে ট্রাম্পকে অভিশংসিত করার প্রস্তাব পাস হয় হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে। যদি ট্রাম্প দোষী সাব্যস্ত হয়, তাহলে ভবিষ্যতে আর প্রেসিডেন্ট হিসেবে ফিরতে পারবেন না তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যিনি দুইবার অভিশংসিত হয়েছেন।