যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী হলেন লয়েড অস্টিন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সিনেটের চূড়ান্ত অনুমোদন পেলেন অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড অস্টিন। এর আগে প্রেসিডেন্ট বাইডেন তাকে বেছে নিলেও আইনি কারণে আটকে ছিলো তার নিয়োগ।

মার্কিন আইনে অবসরপ্রাপ্ত সেনাপ্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিতে হলে সাত বছর অপেক্ষা করতে হয়। লয়েড ২০১৬ সালে অবসরে যাওয়ার কারণে তাকে এই পদের বৈধতা দিতে প্রয়োজন ছিলো সিনেটের অনুমোদন। শুক্রবার (২২ জানুয়ারি) ৯৩-২ ভোটে লয়েডকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে এই প্রস্তাব পাস হয়।  প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে পেন্টাগনকে নেতৃত্ব দিতে যাচ্ছেন লয়েড।

এদিকে এক টুইট বার্তায়, এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বাইডেনের মনোনীত এই প্রতিরক্ষামন্ত্রী।