জমজমাট হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রচারণা

সকল জেলা

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার-প্রচারণা।

নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৬৯ জন| নিজেদের পক্ষে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।  

যানজট, বেহাল সড়ক ও ময়লা-আবর্জনার দুর্গন্ধসহ নানা সমস্যায় জর্জরিত চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা।  

বাসিন্দাদের অভিযোগ, প্রতিষ্ঠার তিন যুগে কয়েকবার ক্ষমতার পালাবদল হলেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। তবে, বর্তমান মেয়র ও আওয়ামী লীগ প্রার্থীর দাবি শতভাগ না হলেও, অধিকাংশ সমস্যার সমাধান হয়েছে।  

কিন্তু সাবেক মেয়র ও বিএনপির প্রার্থীর কথায় ভিন্ন সুর। তার দাবি, নাগরিক চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছেন মেয়র। এদিকে, নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও।

নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি নেয়অ হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার। হাজীগঞ্জ পৌরসভার ভোটার সংখ্যা ৪৫,৩৪৮ জন।  ভোটগ্রহণ হবে ৩০শে জানুয়ারি।