ডায়াবেটিক জার্নি অ্যাপের যাত্রা শুরু

বিজ্ঞান ও প্রযুক্তি

চিকিৎসকদেরকে আরো বিচক্ষণতার সাথে চিকিৎসা পরামর্শ দেয়ার জন্য বাংলাদেশ ডায়াবেটিক সমিতির “ডায়াবেটিক জার্নি” নামে একটি অ্যাপের যাত্রা শুরু করেছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এর যাত্রা শুরু হয়।

বাডাসের চিকিৎসা নীতিমালার ওপর ভিত্তি করে এই অ্যাপ নির্মাণ করে বিশ্বের বৃহত্তম ইনসুলিন নির্মাতা কোম্পানি নভো নরডিক্স। অনুষ্ঠানে চিকিৎসকদের এই অ্যাপের ব্যবহার সম্পর্কে অবগত করা হয়।  

কিভাবে এই অ্যাপে তথ্য দিতে হবে এবং কিভাবে তা চিকিৎসকদের সহায়ক হবে সেই বিষয়ে আলোচনা করা হয়। অ্যাপ ও নীতিমালা মানসম্মত চিকিৎসা নিশ্চিতকরণে সহযোগী হবে বলে জানান, আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতার হোসেন।