রাশিয়ায় আটক বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি’র মুক্তির দাবিতে তুমুল বিক্ষোভ চলছে। শনিবার দেশটির অন্তত ৭০টি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন।
এসময় প্রায় ২ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মস্কোতে ৫ শতাধিক আর সেন্ট পিটার্সবার্গে ২ শ’র বেশি মানুষকে আটক করা হয়েছে।
মস্কোতে নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াকে আটকের পর ছেড়ে দেয় পুলিশ। এছাড়া গণমাধ্যমকর্মীদেরও আটকের অভিযোগ উঠেছে।
এর আগে গেল সপ্তাহে আটকের পর সমর্থকদের প্রতি বিক্ষোভের ডাক দেন নাভালনি। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা এবং আটকের হুশিয়ারি উপেক্ষা করে বিক্ষোভে বিপুল জনসমাগম হয়। শুধু রাজধানী মস্কোতেই অন্তত ৪০ হাজার বিক্ষোভকারী প্রতিবাদ করেন বলে জানিয়েছে রয়টার্স। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করলে টিয়ারগ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে পুলিশ।
রাশিয়ার পাশাপাশি জার্মানি, বুলগেরিয়া এবং ফ্রান্সেও অ্যালেক্সেই নাভালনি’র মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে।