নীল আকাশের নীচে পিচঢালা পথে এখন যদিও নেই সেই আগুন্তক, তবে মানুষের মনে এখনও তার দ্বীপ নেভেনি। তিনি বাংলা চলচ্চিত্রের নায়করাজ রাজ্জাক। অভিনয়ের মাধ্যমে দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন, শিখিয়েছেন প্রেমও। ১৯৪২ সালের আজকের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম আবদুর রাজ্জাক।
ফুল ফুটুক আর নাই ফুটুক বাঙলা চলচ্চিত্রে বসন্ত এসেছিল তারই অভিনয়ে।

১৯৬৬ সালে ১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আর্বিভাব ঘটেছিলো চলচ্চিত্র জগতে।

আকাশ ছোঁয়া ভালোবাসায় দীর্ঘ পাঁচ দশক ভেসেছে সে কাগজের নৌকা।

তার অভিনীত চলচ্চিত্রে একদিকে যেমন ছিলো প্রেম ভালোবাসা-অন্যদিকে বিরহও

কখনো আবার পুত্রের চাকরবেশে বাবার চরিত্রে কাঁদিয়েছেন দর্শককে।

সাদাকালো থেকে রঙ্গীন সেলুলোয়েড। মোট ৩০০ বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি ১৬টি চলচ্চিত্র পরিচালনাও করেন। দীর্ঘ ক্যারিয়ারে নায়ক থেকে পেয়েছেন নায়করাজ উপাধি।

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কারসহ অসংখ্য পুরস্কার মিলেছে জীবদ্দশায়।

২০১৭ সালের ২১শে আগস্ট ৭৫ বছর বয়সে নায়ক রাজ রাজ্জাকের জীবনে ছুটির ঘন্টা বাজে, শেষ হয় চলচ্চিত্রের একটি অধ্যায়ের। তবুও এখনো তিনি রয়েছেন ভক্তদের মনের মনিকোঠায়।