ভারতের মধ্যপ্রদেশে রাজভবন ঘেরাও মিছিলে পুলিশ এবং কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার, রাজ্যের রাজধানী ভোপালে এ ঘটনায় পুলিশসহ বেশ কিছু নেতা কর্মী আহত হয়।
বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে রাজভবন ঘেরাও কর্মসূচীতে অংশ নেয় শতাধিক কংগ্রেস নেতাকর্মী ও কৃষক। সাবেক মুখ্যমন্ত্রী কমল নাথের নেতৃত্বে মিছিল নিয়ে রাজভবনের সামনে আসলে পুলিশ বাধা দেয়।
এসময় নেতাকর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ছোঁড়ে। প্রায় দু’মাস ধরে তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে রাজধানী দিল্লি অবরোধ করে আন্দোলন চলছে।
কৃষকদের সমর্থনে প্রধান বিরোধীদল কংগ্রেস দুই সপ্তাহের কর্মসূচী পালন করছে।