যুক্তরাজ্যে ৩৯ অভিবাসী হত্যায় চালকসহ ৪ জনের করাদণ্ড

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের এসেক্সে লরিতে ৩৯ অভিবাসীকে হত্যার ঘটনায় চালকসহ চারজনকে কারাদণ্ড দিয়েছে আদালত।

হত্যায় অভিযুক্ত রোনান হুগোস এবং জর্জ নিকাকে ২০ ও ২৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও অবৈধ মানবপাচারে জড়িত আরও তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

২০১৯ সালে রেফ্রিজারেটর লরিতে বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে পাচারের পথে শ্বাস বন্ধ হয়ে মারা যান ভিয়েতনামের ৩৯ অভিবাসী।

এসময় লরিটির ভেতর বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় তাপমাত্রা বেড়ে তাদের মৃত্যু হয়।