এনআরবি ব্যাংকের ৩ পরিচালক ও এক শেয়ার হোল্ডারকে তলব

বাংলাদেশ

অবৈধ উপায়ে অর্জিত অর্থে ব্যাংকের শেয়ার ক্রয় ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে এনআরবি ব্যাংকের তিন পরিচালক ও এক শেয়ার হোল্ডারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

তিন পরিচালক হলেন নাফিহ রশিদ খান, নাভিদ রশিদ খান ও ইদ্রিস ফরায়জী। আর অপরজন হলেন ব্যাংকটির শেয়ার হোল্ডার আমিনুর রশিদ খান। তিনি নাফিহ ও নাভিদের বাবা। 

দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক পহেলা ফেব্রুয়ারি দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হতে তাদের তলবি নোটিশ পাঠান। দুদকে আসা অভিযোগে উল্লেখ রয়েছে, এনআরবি ব্যাংকের এ চারজন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকের বিপুল শেয়ারের মালিক হন। এছাড়া দুবাইতে ব্যাংকের দুই পরিচালক নাফিহ ও নাভিদের নামে বাল্ক ট্রেড ইন্টারন্যাশনালসহ বেশ কিছু কোম্পানি রয়েছে।

দুদকের অনুসন্ধান প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে।