করোনা প্রতিরোধে ট্রাম্প প্রশাসনের কোন রকম পরিকল্পনাই ছিলনা। এমনটাই অভিযোগ করেছেন হোয়াইট হাউজের চিফ অব স্ট্রাফ রন ক্লেইন।
এনবিসিতে দেয়া এক সাক্ষাতকারে, করোনার ভ্যাক্সিন বিষয়ে ট্রাম্প প্রশাসনের চেষ্টায় ঘাটতি ছিল এবং পরিকল্পনা ছিল বিশৃঙ্খলায় ভরা। তবে শিগগিরই তাদের কর্মপরিকল্পনা করোনা প্রতিরোধে কাজে লাগবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন ক্লেইন ।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহনের প্রথম দিনই ১০০ দিনের মধ্যে ১০০ মিলিয়ন টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। করোনায় যুক্তরাষ্ট্রের চরম অবনতির এ সময়ে বাইডেন প্রশাসনের সু-পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি।
সবশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের ২৫ মিলিয়ন মানুষ করোনা আক্রান্ত ।