বরগুনার পাথরঘাটায় মেয়র প্রার্থীদের মধ্যে নির্বাচনি সহিংসতায় দুইপক্ষের মধ্যে দু’দফা সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীসহ উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। আহতদের পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রবিবার (২৪ জানুয়ারি) বিকেলে, উপজেলা পরিষদের সভা কক্ষে বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর মল্লিক ও জেলা প্রসাশক মোঃ হাবিবুর রহমান প্রার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা সভা শেষে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব খান বাসায় ফিরছিলাম। এসময় নৌকা মনোনিত প্রার্থীর সমর্থকরা ধাওয়া করে থানার গেটের সামনে মাহাবুব রহমান খানকে মারধর করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়।
সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায়, ছাত্রলীগ কর্মীরা আবারো মাহাবুব খানের বাসায় হামলা করলে উভয়পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের ৫ নেতাকর্মী আহত হয়। এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে পাঠানো হয়।