দিনাজপুরের হিলিতে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতানামা দুইজন নিহত হয়েছেন।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে হিলির বিষাপাড়া সীমান্ত এলাকার পাকা রাস্তার এই দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে ঘাতক পিকআপটি পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হিলি বাজার থেকে কেনাকাটা করে মোটরসাইকেল যোগে দুই আরোহী যাওয়ার সময় তারা বিশাপাড়া নামক এলাকায় পৌঁছালে একটি পিকআপ সরাসরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দু’জনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার তদন্ত ওসি মোস্তাফিজার রহমান বলেন, স্থানীয় মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক পিকআপকে জব্দ করা এবং নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় পেলে দুইজনের মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে।