সরকারের আশ্বাসে সারাদেশে নৌ-ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিকরা। আজ রাত থেকেই চলবে লঞ্চ।
সোমবার (২৫ জানুয়ারি) সদরঘাটে নৌশ্রমিক নেতা ও লঞ্চ মালিকদের সঙ্গে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের বৈঠকে আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। এর আগে, সোমবার দুপুর ২টা থেকে লঞ্চ দুর্ঘটনা মামলায় দুই মাস্টারের জামিন বাতিল করায় ঢাকা থেকে দেশের সব রুটে এই কর্মবিরতির ঘোষণা দেন শ্রমিক নেতারা। দুই লঞ্চ মাস্টার রুহুল আমিন এবং জামাল হোসেনের জামিন না পাওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছিলেন নেতারা।
গেল বছর দুটি লঞ্চের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও, দুই মাস্টারসহ চারজনের সার্টিফিকেট চার মাসের জন্য জব্দ করা হয়। পরে ঢাকার মেরিন আদালতে মামলা হয়। আজ তারা হাজিরা দিতে গেলে দুই মাস্টারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বিস্তারিত আসছে…