তীব্র দাবদাহের কারণে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানলের আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।
সোমবার (২৫ জানুয়ারি) সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। অতিরিক্ত তাপমাত্রা ও ঝড়ো বাতাসের কারণে এরইমধ্যে অ্যাডিলেডের পাহাড়ি অঞ্চলের বনে আগুন ধরে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে আড়াই হাজার হেক্টর জমিসহ বেশ কয়েকটি বাড়িঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সোমবার প্রতিবেশী ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা পরবর্তীতে ৪০ ডিগ্রি পর্যন্ত যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, সিডনিতে তৃতীয় দিনের মতো মাপমাত্রা ৩০ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও বনাঞ্চল এলাকাগুলোর কাছে ধুমপান না করারও আহ্বান জানিয়েছে তারা।
শুক্রবার (২২ জানুয়ারি) থেকে চলা এ দাবদাহে সাউথ অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস, তাসমানিয়া ও কুইন্সল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে।