সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে আবারও সংঘর্ষ

আন্তর্জাতিক

সিকিম সীমান্তে চীনা ও ভারতীয় সেনাদের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভারতের গণমাধ্যম বলছে, তিন দিন আগের এ সংঘর্ষে দুইপক্ষের কেউ নিহত না হলেও আহত হয়েছে বেশ কয়েকজন সেনা সদস্য।

ভারতীয়দের অভিযোগ, শনিবার সিকিমের নাকুলা এলাকায় চীনা সেনারা অনুপ্রবেশের চেষ্টা করে। ভারতীয় সেনারা প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বাধে।

সোমবার বিভিন্ন সূত্রর বরাতে এ খবর জানায় ভারতের সংবাদমাধ্যমগুলো। চলমান উত্তেজনা প্রশমনে রবিবার লাদাখ সীমান্তে নবম বারের মত বৈঠকে বসেন চীন ও ভারতের সামরিক কর্মকর্তারা।

গেল বছরের ১৫ ও ১৬ই জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। কর্মকর্তাসহ ভারতের অন্তত ২০ সেনা নিহত হয়।

শুরুতে স্বীকার না করলেও, পরে বেইজিং জানায় তাদের পক্ষেও বেশ কয়েকজন নিহত হয়েছে।