মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে করা অস্ত্র ও মাদক মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মঙ্গলবার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল মালেক ঢাকার মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন। মহানগর হাকিম শাহিনুল ইসলাম মাদক মামলার অভিযোগপত্র আর অস্ত্র মামলার অভিযোগপত্র স্বাক্ষর করেন মহানগর হাকিম মামুনুর রশীদ।
তদন্তকারীরা কর্মকর্তা বলেন, মনিরের ১ হাজার ৫০ কোটি টাকার উপরে সম্পদ রয়েছে। বাড্ডা, নিকেতন, কেরানীগঞ্জ, উত্তরা ও নিকুঞ্জে দুইশর বেশি প্লট রয়েছে তার।
এর আগে, গেল বছরের ২১ নভেম্বর মেরুল বাড্ডার বাড়ি থেকে মনিরকে গ্রেপ্তার করে র্যাব। সেখান থেকে নগদ কোটি টাকাসহ মদ, স্বর্ণ, বিদেশি পিস্তল ও গুলি জব্দ করা হয়। মনিরকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে বাড্ডা থানায় তিনটি মামলা করে র্যাব। পরে সেসব মামলার তদন্তভার দেয়া হয় গোয়েন্দা পুলিশের হাতে।
অস্ত্র আইনের মামলায় অভিযোগপত্রে ১৭ জনকে সাক্ষী করা হয়েছে। এই আইনে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। অপরদিকে, মাদক মামলায়ও ১৭ জনকে সাক্ষী করা হয়েছে। এই আইনে অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে।