বন্দরনগরী চট্টগ্রাম-পাঁচটি ওয়ার্ড নিয়ে ১৮৬৩ সালের ২২শে জুন গঠিত হয় চট্টগ্রাম মিউনিসিপ্যালিটি। প্রথম প্রশাসক ব্রিটিশ নাগরিক জে ডি ওয়ার্ড।
তারপর পৌরসভা, মিউনিসিপ্যাল করপোরেশন, সর্বশেষ ১৯৯০ সালে সিটি করপোরেশনে উন্নীত হয়। পরে দু’জন প্রশাসক ও ৫ জন নির্বাচিত মেয়র নগর পিতার দায়িত্ব পালন করেন।
১শ ১৪ বছর পর ১৯৭৭ সালের ২৭শে জুন মিউনিসিপ্যালিটিকে রুপ দেয়া হয় পৌরসভায়। পাঁচ বছর পর ১৯৮২ সালে চট্টগ্রাম পৌরসভা থেকে মিউনিসিপ্যাল করপোরেশনে উন্নীত হয়।
১৯৯০ সালের ৩১শে জুলাই করা হয় সিটি করপোরেশন। যার প্রথম মেয়র মনোনীত হন জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী, পরে দায়িত্বে আসেন বিএনপির মীর মোহাম্মদ নাসিরুদ্দিন চৌধুরী। পরে ১৯৯৪ সালে ভোটের মাধ্যমে প্রথম মেয়র নির্বাচিত হন চট্টগ্রামের বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী।
২০১০ সাল পর্যন্ত টানা তিন মেয়াদে মেয়র ছিলেন আওয়ামী লীগের এই নেতা। ২০১০ সালের নির্বাচনে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগ দেয়া এম মঞ্জুর আলম। তিনি ছিলেন মেয়র মহিউদ্দিনের সঙ্গে কাউন্সিলর।
সবশেষ ২০১৫ সালে নির্বাচনে মহিউদ্দিনকে বাদ দিয়ে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেয় আ জ ম নাছির উদ্দিনকে। তিনি হারান বিএনপির প্রার্থী এম মঞ্জুর আলমকে।
করোনার কারণে নির্বাচন পিছিয়ে গেলে মোহাম্মদ খোরশেদ আলমকে প্রশাসক নিয়োগ দেয় সরকার। প্রায় ১০ মাস পিছিয়ে চট্টগ্রাম সিটির ভোটগ্রহণ হচ্ছে আগামী ২৭শে জানুয়ারি।
৬২ দশমিক ১৬ বর্গমাইল এলাকার সিটি করপোরেশনটিতে ওয়ার্ড রয়েছে ৪১টি। মোট জনসংখ্যা ৮০ লাখের বেশি; ভোটার প্রায় ২০ লাখ।