করোনায় বিপর্যস্ত ইতালিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে তিনি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা’র কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
জোসেপ্পে কোন্তের কার্যালয় থেকে এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে। বিবৃতিতে পদত্যাগের কারণ না জানানো হলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, করোনা পরিস্থিতি সামাল দেয়া নিয়ে অসন্তোষের জেরে দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক সংকট চলছে।
গেল সপ্তাহে পার্লামেন্টে দুবার অনাস্থা ভোটে উতরে যান প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে। তবে ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যায় ছোট রাজনৈতিক দল ইতালিয়া ভিভা পার্টি।
এর ফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারান কন্তে। প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করলে নতুন করে নির্বাচন হবে। আর পদত্যাগপত্র প্রত্যাখ্যান করলে ইতালিয়ান প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার জন্য নতুন করে জোট গঠনের নির্দেশ দেবেন প্রেসিডেন্ট।