ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস দল

আন্তর্জাতিক

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল।

দিল্লিতে অনুষ্ঠিত বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছে দলটি। বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছরে এবারের কুচকাওয়াজে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত দলটির ১২২ জন। 

ভারত সরকারের আমন্ত্রণে যোগ দেয়া এ দলটিতে আছেন ৭১ এর মুক্তিযুদ্ধে গর্বিত বেঙ্গল রেজিমেন্ট ও আর্টিলারি রেজিমেন্টের সদস্যরা। 

এর আগে ২০১৬ সালে ফ্রান্স এবং ২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাত সম্মানজনক এ কুচকাওয়াজে অংশ নেয়।

মুজিববর্ষ, স্বাধীনতা ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এই অংশগ্রহণ ছিল দলটির। চলতি মাসের ১২ জানুয়ারি দলটি ভারতের উদ্দেশ্যে রওনা হয়। ওই সময়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর (মার্চিং ব্যান্ডসহ) সমন্বয়ে সশস্ত্র বাহিনীর এই সমন্বিত কন্টিনজেন্ট গঠিত হয়।