যুক্তরাষ্ট্রের নতুন অর্থমন্ত্রী হলেন জ্যানেট ইয়েলেন। দেশটির ইতিহাসে এই প্রথম কোন নারী অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন।
স্থানীয় সময় সোমবার সিনেটে ভোটাভুটির পর তার নাম ঘোষণা করা হয়। সিনেটের ফাইন্যান্স কমিটির নিরঙ্কুশ সমর্থন পেয়েছেন তিনি।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা’র প্রশাসনে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ছিলেন জ্যানেট। সে সময় কর্মসংস্থান তৈরি, অল্প সুদে ঋণ দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর মতো পদক্ষেপ নিয়ে প্রশংসিত হন তিনি।
এবার অর্থমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর করোনায় ক্ষতিগ্রস্ত মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারে প্রণোদনা প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান জ্যানেট ইয়েলেন।