‘কমিশন প্রহসনের নির্বাচন করছে’

বাংলাদেশ

চট্টগ্রাম সিটিতে কমিশন প্রহসনের নির্বাচন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। 

আজ বুধবার সকালে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের শুরুতেই আইন প্রণয়ন কার্যাবলীতে অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য এ অভিযোগ করেন। সব কেন্দ্র থেকে বিএনপি এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। 

এসব অভিযোগের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেন, যাদের শাসনামলে ভোট দেয়ার জন্য ব্যালেট বাক্স খুঁজে পাওয়া যেত না তাদের কাছ থেকে নির্বাচন কিভাবে সুষ্ঠু করতে হয় তা শেখার প্রয়োজন নেই।  

এদিকে, বিএনপির আরেক সংসদ সদস্য রুমিন ফরহানা একই অভিযোগ করলে আইনমন্ত্রী বলেন, বিএনপির সংসদ সদস্যরা সংসদে ধান ভানতে শিবের গীত গাইতে এসেছেন।  বিএনপি আমলে নির্বাচনে যে সব অনিয়ম বেড়ে গিয়েছিল সেগুলো তারা দূর করার চেষ্টা করছে বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক।

পরে সংসদে সিভিল কোর্টস আমেন্ডমেন্ট বিল ২০২১ সংসদে পাস হয়।