কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলানের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো এসি মিলান। মিলান ডার্বির এ ম্যাচে ইনজুরি টাইমের গোলে জয় নিশ্চিত করে ইন্টার মিলান।
ম্যাচের ৩১ মিনিটে গোল করে এসি মিলানকে এগিয়ে দেন সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ইব্রা। পেনাল্টি থেকে পাওয়া গোলে দশজনের দল এসি মিলানের বিপক্ষে ইন্টারকে সমতায় ফেরান স্ট্রাইকার রমেলু লুকাকু।
নির্ধারিত ৯০ মিনিটের পর ১০ মিনিটের ইনজুরি টাইমে ফ্রি কিক থেকে পাওয়া গোলে ইন্টার মিলানের জয় নিশ্চিত করেন ক্রিশ্চিয়ান এরিকসেন। এ জয়ে কোপা ইতালিয়ার সেমিতে উঠে গেলো আন্তোনিও কন্তের শিষ্যরা।