জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ প্রভাব পড়েছে বিশ্বের দরিদ্র দেশ গুলোর ওপর।
২০১৯ সালে এর প্রভাবে পূর্ব আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকায় ভারি বর্ষণ এবং ঝড়ের মত প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। সোমবার (২৫ জানুয়ারি) পরিবেশবাদী সংগঠন জার্মানওয়াচের প্রকাশিত জলবায়ু ঝুঁকি সূচকে এ তথ্য উঠে আসে।
২০১৯ সালে বিশ্বজুড়ে নানা প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি যাচাই করে এ সূচক প্রকাশ করেছে সংগঠনটি। সূচকে বলা হয়েছে, শিল্পোন্নত দেশগুলি প্রাকৃতিক দূর্যোগ পরবর্তি ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পেরেছে। তবে হাইতি, ফিলিপাইন এবং পাকিস্তানের মত দরিদ্র দেশগুলোর জন্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য। বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী ধনী দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে স্বল্পোন্নত দেশগুলোকে আর্থিক সহায়তা দেয়া উচিত বলে মনে করে জার্মানওয়াচ।