করোনা মহামারির সময়ে তিন মাস পর পর প্রবাসীদের আকামা প্রদান ও নবায়নের অনুমোদন দিয়েছে সৌদি সরকার।
মঙ্গলবার দেশটির মন্ত্রিসভা প্রবাসীদের জন্য আকামার এ প্রস্তাব অনুমোদন দেয়।
এখন থেকে সৌদি আরবে বসবাসকারী বিদেশিরা তিন মাস পর পর আকামা নবায়ন করতে পারবেন। সেই সঙ্গে নবায়ের জন্য প্রয়োজনীয় ফি, আর্থিক ক্ষতিপূরণ ও প্রবাসীর বিভিন্ন আবাসিক সমস্যা নিয়েও মন্ত্রিসভায় আলোচনা করা হয়।
মন্ত্রিসভার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি গেজেট। প্রবাসীদের পাশাপাশি দেশে আটকে পড়াদের জন্য এটি সিদ্ধান্ত অনেকটাই স্বস্তির।