বরফে ঢেকে গেছে তুরস্কের উলুদাগ পর্বত। গত সপ্তাহের ভারি তুষারপাতের পরেই এই পর্বতে স্কি করতে ভিড় করেন ক্রীড়াপ্রেমিরা।
তুরস্কের উলুদাগ পর্বত ছেয়ে গেছে ভারি তুষারে। করোনার কারণে এবার স্কি করার মৌসুম একটু দেরিতেই শুরু হয়েছে। স্কিপ্রেমীরা স্কি করতে মাস্ক পরেই ভিড় করছে স্কি রিসোর্টে।
শনিবার স্কি ও স্নোবোর্ডিং করতে দেশটির সবচেয়ে বড় শীতকালীন স্পোর্টস সেন্টারে যান শত শত স্কিপ্রেমী। করোনার সংক্রমণ ঠেকাতে কর্তৃপক্ষের জারি করা সাপ্তাহিক ছুটির দিনের লকডাউনের মধ্যেই স্কি করতে যান তারা।
অতিথিদের বেশিরভাগই স্থানীয় হলেও কেউ কেউ অনেক দূর থেকে এসেছেন বলে জানান হোটেল মালিকরা।
তুরস্কে বেড়াতে আসা মার্কিন পর্যটক ক্রিস্টাল হিলডা বলেন, দারুণ লাগছে। তুরস্ক অনেক সতর্কতা পালন করছে। স্কিং যেহেতু একটি আউটডোর ইভেন্ট, কেউই একে অপরের খুব কাছে থাকেন না। কিন্তু এটি মনকে প্রশান্ত করে।
আরেক ব্রিটিশ পর্যটক এরিক প্রিচার্ড বলেন, রেস্তোরাঁ ও বারে আমরা সবসময় মাস্ক পরি। এখানে অনেক মুক্ত বাতাস রয়েছে। এখানে সামাজিক দূরত্ব মেনে চলার ভালো ব্যবস্থ রয়েছে।
এদিকে, যুক্তরাজ্যে রাজকীয় প্যালেস বাকিংহামের সামনে একটি তুষারমানবের মুখে মাস্ক পরিয়েছে শিশুরা। বরফ নিয়ে খেলায় মেতেছে তারা।