মহামারির সময়ে মুনাফার লোভে ইউরোপীয়দের জন্য নির্ধারিত ভ্যাকসিন অন্য কোন দেশের কাছে বিক্রি করছে না বলে দাবি করেছেন অ্যাস্ট্রাজেনেকার ব্যবস্থাপনা পরিচালক পাস্কেল সরিওট।
এছাড়াও কোম্পানিটি এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার অধিক সংক্রামক ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন উৎপাদনের জন্য কাজ করছে বলেও জানান তিনি।
এর আগে, ফাইজার- বায়োএনটেকের পর অ্যাস্ট্রাজেনেকা সময়মতো প্রয়োজনীয় টিকা দিতে পারবে না বলে জানালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে টিকার সংকট দেখা দেয়।
ভ্যাকসিন সরবরাহ নিয়ে ইউরোপের দেশগুলোতে অবিশ্বাস বেড়ে যাওয়ায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোতে ভ্যাকসিন রপ্তানির ক্ষেত্রে নজরদারি বাড়ানো হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।
শুক্রবার অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন রপ্তানির জন্য ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন পেতে পারে।