ডিজিটাল প্লার্টফর্মে প্রথম বাংলাদেশি সিনেমা মুক্তি, নায়ক শাকিবের প্রথম ওটিটি অভিযানে পারিশ্রমিকের চেয়ে বেশি টাকা নিয়েও শাকিব খান কথা রাখেননি- এমন দাবি করেছে আলোচিত সমালোচিত নবাব এলএলবি সিনেমার পরিচালক অনন্য মামুন।
ঢাকাই ছবি ‘নবাব এলএলবি’-এর একটি দৃশ্যে নির্মাতা অনন্য মামুন পুলিশকে হেয় করেন। এর জেরেই তিনি গ্রেফতার হয়েছিলেন। বর্তমানে তিনি জামিনে আছেন। জামিনে থেকেই অনন্য মামুন ছবির মূখ্যচরিত্রের অভিনেতা চিত্রতারকা শাকিব খানের ওপর অভিযোগের তীর ছুঁড়লেন।
গত ২৪ জানুয়ারি এক ভিডিও বার্তায় অনন্য মামুন বলেন, শাকিব ভাই কথা রাখেননি। তিনি পূর্ব নির্ধারিত তারিখের অনুষ্ঠানে হাজির হননি। শাকিব খানের সঙ্গে কথা বলেই ২৬ নভেম্বর অনুষ্ঠান ঠিক করা হয়েছিল। মন্ত্রীকেও দাওয়াত করা হয়েছিল। কিন্তু শাকিব আসেননি।
২৭ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের প্রতি ক্ষোভ প্রকাশ করে অনন্য মামুন বলেন, সিনেমার প্রচারে অংশ নেয়ার কথা ছিল শাকিব খানের। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেয়ার কারণে প্রমোশনের জন্য পারিশ্রমিকের চেয়ে বেশি টাকা দেয়া হয় তাকে। কিন্তু তিনি তা করেননি। নিজের ফেসবুক পেজ থেকে সিনেমার প্রচার করার শর্ত থাকলেও তার কিছুই করেননি শাকিব। বরং নিজের নামে নতুন ইউটিউব চ্যানেল করে সেখানে ঘোষণা দিলেন। সেটা শাকিবের প্রমোশন হয়ে গেল, সিনেমার না।
‘নবাব এলএলবি’ ছবিটি সেলিব্রেটি প্রডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে একজন আইনজীবী চরিত্রে অভিনয় করেছেন চিত্র নায়িকা মাহিয়া মাহি।
এছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। ছবিতে আরো রয়েছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, সীমান্ত খান, রাশেদ অপু, আনোয়ারসহ আরো অনেকে।