ঘাটতি দেখা দেয়ায় যুক্তরাজ্যে অ্যাস্ট্রাজেনেকার কারখানা থেকে আরো বেশি পরিমাণে করোনার ভ্যাকসিন সরবরাহের আবেদন জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন।
অ্যাস্ট্রাজেনেকা বছরের প্রথম তিন মাসে চুক্তি অনুযায়ী প্রতিশ্রুত ভ্যাকসিন সরবরাহ করতে পারবে না বলে জানানোর পর ইউরোপিয়ান ইউনিয়নে ক্ষোভ তৈরি হয়। কোম্পানিটি ইউরোপিয়ান কারখানাগুলোতে ভ্যাকসিন উৎপাদনে সমস্যার কথা জানালেও অন্য কারখানায় উৎপাদিত ভ্যাকসিন দিয়ে এই ঘাটতি মেটাতে হবে বলে দাবি করছে ইইউ।
গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, উৎপাদনে সমস্যার কারণে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ৬০ শতাংশ কম পেতে পারে ইইউ।
মার্চের মধ্যে ইইউকে আট কোটি ডোজ টিকা দেয়ার লক্ষ্য নিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। কিন্তু এর পরিমাণ চলতি বছরের প্রথম প্রান্তিকে সরবরাহ হ্রাস পেয়ে তিন কোটি ১০ লাখে দাঁড়াতে পারে।
অ্যাস্ট্রাজেনেকার টিকা এখন পর্যন্ত ইইউয়ের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা দ্য ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সির (ইএমএ) অনুমোদন পায়নি, কিন্তু চলতি মাসের শেষ দিকেই এটি সবুজ সংকেত পাবে বলে ধারণা করা হচ্ছে।