রাতে ইপিএলের একমাত্র ম্যাচে শিরোপা লড়াইয়ে টিকে থাকতে মাঠে নামবে দুই জায়ান্ট। হোয়াইট হার্ট লেনে টটেনহাম ও লিভারপুলের ম্যাচটি শুরু হবে রাত ২টায়।
ইপিএলে এক মাসের বেশি সময় ধরে জয় নেই লিভারপুলের। তবে টটেনহামের সাথে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে থাকবে সালাহ, ফিরমিনোরা। তাদের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে যে জয় আছে সবকটিতেই।
১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থাকা লিভারপুল জেতে নি শেষ পাঁচ লিগ ম্যাচের একটিতেও। চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নটা বাঁচিয়ে রাখতে তাই জয় ছাড়া বিকল্প নেই ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।
অন্যদিকে এফএ কাপে ৪-১ গোলের জয়ে বেশ ফুরফুরে মেজাজে গ্যারেথ বেল,হ্যারি কেনরা। লিগে ১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিভারপুলের ঠিক পরেই তাদের অবস্থান। এ ম্যাচ জিতলেই স্পার্সরা টপকে যাবে অল রেডদের।
ইনজুরির কারনে মরিনিয়ো এই ম্যাচে পাচ্ছেননা দেল্লে আলি ও ম্যাট ডোহার্টিকে। মাঠে ফিরছে নিয়মিত খেলোয়াড় অরিয়ার-লরিসরা। ওদিকে ক্লপ মিস করবে ক্যাপ্টেন হেন্ডারসনকে।