করোনার টিকা নিয়েছেন রানি এলিজাবেথ, জো বাইডেন, পোপ

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে আলোড়িত বিষয় করোনা। সেসঙ্গে প্রধান আলোচনার বিষয় করোনার টিকা। আশার কথা দেশে দেশে এরই মধ্যে শুরু হয়েছে টিকা প্রয়োগ। আর সাধারণ মানুষকে উৎসাহ দিতে অনেক সরকার প্রধান, বিশ্ব নেতা প্রকাশ্যে গ্রহণ করেছেন করোনার ভ্যাকসিন।

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয় ১৪ই ডিসেম্বর। কার্যক্রম শুরুর ৮ দিন পর সাধারণ মানুষকে উৎসাহিত করতে জনসমক্ষে টিকার প্রথম ডোজ নেন দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।  

৭৮ বছরের জো বাইডেনকে দেয়া হয় ফাইজার-বায়োএনটেকের টিকা। ১০ই জানুয়ারি তাকে দেয়া হয় দ্বিতীয় ডোজ। 

প্রকাশ্যে মর্ডানা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ সময় করোনার বিরুদ্ধে লড়ে যাওয়া নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং স্পিকার ন্যান্সি পেলোসিও দুই ডোজ করে ফাইজারের টিকা নিয়েছেন। 

৯ই জানুয়ারি টিকা নিয়েছেন ৯৪ বছর বয়সী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী প্রিন্স ফিলিপ। 

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মুহাম্মদ বিন সালমানও ফাইজার বায়োএনটেকের প্রথম ডোজের টিকা নিয়েছেন। চীনের তৈরি করোনার টিকা সিনোভ্যাক নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েং লং নিয়েছেন ফাইজারের টিকা। 

নিজেই প্রথম ভ্যাকসিন নিয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  

 ক্যাথিলকদের ধর্মযাজক ৮৪ বছরের পোপ ফ্রান্সিসও করোনার টিকা নিয়েছেন।

নাগরিকদের টিকা দেয়ার ব্যাপারে তৎপর থাকলেও এখন পর্যন্ত ভারত, রাশিয়া এবং কানাডার মতো দেশের সরকার প্রধানরা করোনার প্রতিষেধক নেননি।