কোভ্যাকসিন করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকরী

আন্তর্জাতিক

কোভ্যাকসিন যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকরী বলে দাবি করেছে ভারত বায়োটেক।

বুধবার ভারত বায়োটেক টুইটে এ তথ্য জানায়। ভারতের ওষুধ কোম্পানি ভারত বায়োটেক কোভ্যাকসিন টিকাটি উৎপাদন করছে।  এ বিষয়ে পাওয়া গবেষনার একটি লিংক টুইটে দেয় ভারত বায়োটেক।

তাদের দাবি, কোভ্যাকসিন যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরনের বিস্তার রোধ করতে সাহায্য করে। যুক্তরাজ্যে পাওয়া ভাইরাসটি চীনের উহানে পাওয়া করোনা ভাইরাসের থেকে ৭০ গুন বেশি সংক্রমক বলে গবেষনায় উঠে আসে। কোভ্যাকসিন টিকা এখনও ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। এ কারণে ভারতের বেশিরভাগ মানুষই কোভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে দ্বিধায় রয়েছেন বলেই জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা ও কোভ্যাকসিনের টিকা প্রয়োগ শুরু হয়েছে। কোভ্যাকসিন ছাড়াও ফাইজারের টিকা নিয়ে গত সপ্তাহে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়, এটিও করোনার নতুন ধরণের বিরুদ্ধে কার্যকরী। এই টিকা দিয়েও করোনাভাইরাসের নতুন ধরণ নির্মূল করা সম্ভব।