পুরো স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু টাইগার টেস্ট দলের। সাগরিকায় নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত সময় পার করছে মুমিনুল বাহিনী। কুচকিতে চোটের কারণে বিশ্রামে আছেন সাকিব আল হাসান।
ব্যাটে-বলে অনুশীলন শুরুর আগে সবাই যখন ফুটবল খেলায় মত্ত্ব, তখন একাই নেট অনুশীলনে ব্যস্ত মুমিনুল হক। আঙুলের ইনজুরির কারণে ব্যাটিং প্র্যাক্টিসটা হয়নি ঠিকঠাক ফুল রিদমে ফেরাটা যে জরুরি টেস্ট ক্যাপ্টেনের।
সাগরিকায় টাইগার লিটল মাস্টারের রেকর্ডটা আকাশ ছোঁয়া। ৯ টেস্টে ছয় সেঞ্চুরি। অ্যাভারেজ পঁচাত্তরের উপর। উইন্ডিজ সিরিজেও ব্যাটহাতে টাইগার শিবিরের অন্যতম ভরসা।
তামিম ইকবালেরও হোম ভেন্যু জহুর আহমেদ স্টেডিয়াম, তাইতো সব কিছুই তালুর মুঠোয়। শেষ ওয়ানডেতেও সেটার প্র্রতিফলন। এবার লাল বলের মিশন, উইকেটেও থাকবে ভিন্নতা। হেডকোচের সাথে উইকেটের আচরণ বোঝার চেষ্টায় লোকাল বয়।
পিচের স্বভাব বুঝেই কিনা সোজা নেট অনুশীলনে তামিম। ওয়ানডের ফর্মটা যে টেস্টেও ধরে রাখা চাই। ডমিঙ্গো আর ব্যাটিং কোচ জন লুইসের অধীনে টানা ২০ মিনিটের নেট সেশন। সাগরিকায় ওয়ানডে গড়টা যেখানে তেতাল্লিশের উপর সেখানে টেস্টে তেত্রিশ। ২৭ ইনিংসে সেঞ্চুরি মোটে একটা। এবার সেটা সমৃদ্ধ করার পালা।
শুধুই কি দুই ব্যাটিং স্তম্ভ! যার যেটা রোল সবাই সেটা ঝালিয়ে নিতে ব্যস্ত। বোলিংয়ে মুস্তাফিজ, রাহি, এবাদত তো ব্যাটিংয়ে মুশফিক, শান্ত, মিঠুন আলি।
গ্লাভস হাতে মূল উইকেটে টেস্ট মেজাজে নিবিড় অনুশীলন লিটন দাসের।