জামালপুরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে শারীরিক প্রতিবন্ধী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৪টার দিকে শহরের সাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুকুলী (৭০) সাহপুর এলাকার জরি বেগমের বাড়ির ভাড়াটিয়া, নিহতের বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। তিনি প্রায় এক বছর ধরে ওই বাড়িতে একাই ভাড়া থাকতেন।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকতা মো. আফসার উদ্দিন জানান, “কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছেনা, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।”