টাইগার টেস্ট একাদশে অনেকটা অটো চয়েস হয়ে দাঁড়িয়েছে বাহাতি স্পিনার তাইজুল ইসলাম। অর্থডক্স বোলার হিসেবে আস্থার প্রতিদান দিয়েছেন বেশ। দীর্ঘদিন টেস্ট ম্যাচের বাইরে থাকলেও আত্মবিশ্বাসী তাইজুলের চোখ সেরা পারফরমেন্সেই।
বছর ছয়েক আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই কিংসটোনে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয় তাইজুলের। এরপর থেকেই টেস্টে টাইগার একাদশে তাইজুল অনেকটাই নিয়মিত।
অর্থডক্স বোলার। ধরণে, ঘুর্নীতে সাকিবের মতো। তবে পেশাদারিত্বে খানিকটা এগিয়ে। কেননা বোলিংটাইতো তাইজুলের একমাত্র অস্ত্র।
লম্বা বিরতির পর আন্তর্জাতিক লঙ্গার ভার্সনে এবার মাঠে নামছেন ক্যারিবীয়দের বিপক্ষে। তাইজুলের সবশেষ টেস্ট খেলার পর বছর পার হয়েছে। বিরতিকালে নিজেকে ভেঙ্গে গড়ার প্রস্তুতি নিয়েছেন তাই আত্মবিশ্বাসের ঘাটতি নেই।
তাইজুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরেই প্র্যাক্টিসের উপরে আছি। ওয়ানডে টিমে থাকার ফলে দলের সঙ্গে প্র্যাক্টিসটাও ভালো হয়েছে। আমি আশা করছি আমরা ভালোভাবে কামব্যাক করতে বড় ধরণের অসুবিধা হবে না।
সাদা পোশাকে টেস্ট খেলুড়ে সব দলের বিপক্ষেই মাঠে নেমেছেন তাইজুল। হোমে ১৯ আর অ্যাওয়ে ম্যাচ ১০টা। বেস্ট বোলিং অ্যাভারেজও উইন্ডিজের বিপক্ষে। ২৯ ম্যাচে তাইজুলের ঘূর্ণিতে কাটা পড়েছে ১১৪ উইকেট। সাকিব ফেরায় ওয়ানডেতে তাইজুলের প্রয়োজন কমেছে। তবে টেস্টে বেস্ট স্পিন কম্বিনেশন গড়তে তাইজুলকে প্রয়োজন।
এই স্পিনার বলেন, আমি,মিরাজ,নাঈম,সাকিব ভাই আমাদের চারজনের একটা ভালো পার্টনারশীপ হবে বলে আমি মনে করি। আমাদের ভালো কিছু করারই চেষ্টা থাকবে।
টেস্ট অভিষেকের পর রঙিন পোশাকে মাঠে নামেন। ক্যারিয়ারের ৩য় টেস্টেই জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট নিয়ে রেকর্ডবুকে নাম লেখান তাইজুল।টেস্টে সেই রেকর্ড এখনো টপকাতে পারেননি কোন বাংলাদেশি।