খুলনায় নিখোঁজের ছয়দিন পর এক ভবনের বাথরুম থেকে বস্তাবন্দী অবস্থায় ৩য় শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত অঙ্কিতা সোহা বিনাপানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর শিক্ষার্থী। গত শুক্রবার বিকেলে অঙ্কিতা বাড়ি থেকে খেলতে বের হয়ে আর বাড়ি ফেরে নি। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও কোন খবর না পেয়ে পুলিশকে জানায়। পরে আজ বিকেলে বাড়ির পাশের বিনাপানি নামে এক ভবনের নিজ তলার বাথরুম থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ গিয়ে বস্তাবন্দী অবস্থায় অঙ্কিতার মরদেহ উদ্ধার করে। এই বিষয়ে এখনো কোন মামলা হয়নি।