প্যারিস ফ্যাশন উইকে সামাজিক দূরত্ব মেনে শ্যানেল

সংস্কৃতি ও বিনোদন

এবছর প্যারিস ফ্যাশন উইকে ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হলো ফ্রান্সের জনপ্রিয় ফ্যাশন হাউস শ্যানেল। স্প্রিং-সামার শোতে সামাজিক দূরত্ব মেনে ঘরোয়া পরিবেশে হাঁটতে দেখা যায় মডেলদের।

প্রতি বছর জাঁকজমকভাবে আয়োজিত প্যারিস ফ্যাশন উইকের দিকে চোখ থাকে ফ্যাশনসচেতনদের। বিশ্বের নামীদামী ফ্যাশন ডিজাইনারদের পোশাকে হাজির হন মডেলরা।  

মঙ্গলবার অন্যান্য ফ্যাশন হাউসের মতোই ভিডিও প্রকাশ করে ফরাসি ফ্যাশন হাউস শ্যানেল। ফ্রান্সে কঠোর লকডাউনের কারণে জমকালোভাবে এবারের আয়োজন করা যায়নি। 

ফরাসি ডিজাইনার ভার্জিনি ভিয়ার্ডের নকশা করা বিভিন্ন পোশাকে হাজির হন মডেলরা। শ্যানেলের অ্যাম্বাসেডর পেনেলোপে ক্রুজ, মারিওঁ কোতিয়া ও লিলি রোজ ডেপের মতো অভিনেত্রীরা এ আয়োজনে উপস্থিত ছিলেন। 

একটু দূরে চেয়ারে বসে প্যারিস গ্র্যান্ড প্যালেই’ এর সিঁড়ি দিয়ে হেঁটে আসা মডেলদের এই শো উপভোগ করেন শ্যানেলের অ্যাম্বাসেডররা।