প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রাখলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বসুন্ধরা কিংস। আরামবাগ ক্রীড়া চক্রের বিপক্ষে শেখ জামালের জয় ৬-০ গোলে আর রহমতগঞ্জের বিপক্ষে বসুন্ধরা কিংসের জয় ৩-০ গোলে।
জয়ের রথ যেন থামছেই না শেখ জামালের। এখন পর্যন্ত ক্লিন সুইপ তাদের ছাড়া শুধু মাত্র আবাহনী ও বসুন্ধরারই রয়েছে।
জামালের একের পর এক গোলে অসহায় আরামবাগ। প্রতিরোধ করা যেন ভুলেই গেছেন ঝিলপাড়ের ডিফেন্ডাররা। প্রথমার্ধেই তিন গোল, যার মধ্যে দুটোই আসে গাম্বিয়ান ফরয়োর্ড সিল্লাহর পা থেকে।
হাফ টাইমের পর জোবে হ্যাট্রিকসহ পূর্ণ করেন ৪ গোল। আরামবাগের জালে হাফ ডজন গোল দিয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জামাল।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের দ্বার খুলেছে ফুটবলের জন্য। এই মাঠে প্রথম খেলাটা টেবিলের তলার দুই দল ব্রাদার্স আর বারিধারার। লড়াইটা জমেছিলো বেশ।
ম্যাচের প্রথম ঘন্টায় গোল নাই। পরের ৩০ মিনিটে ছয় গোল। তিনবার লিড নিয়েছে ব্রাদার্স তবে ধরে রাখতে পারে নি কোনটাই। টঙ্গীতে ব্রাদার্স ও উত্তর বারিধারার ম্যাচটি ৩-৩ ড্র হয়েছে।
দিনের শেষ ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৩-০ গোলের জয় পেয়েছে।