সংগীত শিক্ষালয় টোন এন্ড টিউনের উদ্বোধন

সংস্কৃতি ও বিনোদন

দেশের সংগীত শিক্ষার্থীদের গায়কী ও কণ্ঠশৈলী বিষয়ক দক্ষতা নির্মানের লক্ষ্যে যাত্রা শুরু হলো টোন এন্ড টিউন মিউজিক স্কুলের।

বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

শাস্ত্রীয় সংগীত শিল্পী শেখ জসিম সহ দেশের অন্যান্য গুণী শিল্পীদের তত্বাবধানে যাত্রা শুরু হলো সংগীতালয় টোন এন্ড মিউজিকের। নতুন শিল্পীদের পাশাপাশি, যেসব পেশাদার শিল্পীরা কণ্ঠভঙ্গজনিত সমস্যায় ভুগছেন সবার জন্যই কাজ করবে টোন এন্ড টিউন। শুধু গান বা শাস্ত্রীয় সংগীত শিক্ষা নয় বরং শিল্পীদের কণ্ঠের গুনগত মান ও প্রক্ষেপণ ক্ষমতা উন্নয়নই টোন এন্ড টিউনের মুল লক্ষ্য বলে জানান আয়োজকরা।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পী খুরশিদ আলম, মানাম আহমেদ, লাবু রহমান সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।