চট্টগ্রামের বংশাল পাড়া এলাকায় দেশিয় অস্ত্র তৈরির কারখানা থেকে দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৯ জানুয়ারি) ভোর রাতে ডলমুরিং থানার বংশাল পাড়ায় গফুর খান সওদাগরের বাড়ির ছাদে অভিযান চালিয়ে অস্ত্রের কারখানার সন্ধান পায় পুলিশ।
পুলিশ জানায়, মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতো। নেজাম খান পলাতক রয়েছে। তাকে আটক করতে পারলে জানা যাবে তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কী না। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।