কালকিনিতে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ

বাংলাদেশ

মাদারীপুরের কালকিনি পৌরসভায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ওপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন।

পরে আহত সমর্থকদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠুকে অবরুদ্ধ করে রাখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম হানিফের সমর্থকরা। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সোহেল রানা মিঠুকে গতকাল দল থেকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।